| |
               

মূল পাতা আন্তর্জাতিক মাওলানা মাহমুদ মাদানীকে গ্রেপ্তারের হুমকি দিলেন আসামের মুখ্যমন্ত্রী


মাওলানা মাহমুদ মাদানীকে গ্রেপ্তারের হুমকি দিলেন আসামের মুখ্যমন্ত্রী


শেখ আশরাফুল ইসলাম     02 September, 2025     08:23 PM    


এবার অল ইন্ডিয়া জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানীকে কঠোর হুঁশিয়ারি দিলেন হিন্দুত্ববাদী বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

এক অনুষ্ঠানে মাওলানা মাহমুদ মাদানীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি বা বিজেপি কেউই এই নেতাকে ভয় পান না।

এ সময় তিনি তিরষ্কার করে বলেন, মাদানী কে? তিনি কি ঈশ্বর? তার সাহস কেবল কংগ্রেস শাসনামলে, বিজেপির সময় নয়। যদি তিনি তার সীমা অতিক্রম করেন, তাহলে আমি তাকে কারাগারে পাঠাবো। আমি মুখ্যমন্ত্রী, মাদানী নই।

সম্প্রতি বিজেপির মুসলিমদেরকে উদ্দেশ্য করে চালানো বিজেপির একচেটিয়া উচ্ছেদস্থল পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে আসাম সরকারকে উচ্ছেদ অভিযান চালানোর আহ্বান জানান মাওলানা মাহমুদ মাদানী। আর াএতেই চটেছে হিন্দুত্ববাদী বিজেপি নেতারা।

মাওলানা মাহমুদ মাদানীর এই পরিদর্শন সফরেকে বেঙ্গ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, আমি তাকে দেখতে দিয়েছি যে ‘দখলদারদের’ জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। এখন আর তিনি অন্যদের জমি দখল করতে উৎসাহিত করবেন না।

তিনি আরও বলেন, যদি অজানা লোকেরা বন, গ্রাম চারণভূমি সংরক্ষণ (ভিজিআর), অথবা পেশাদার চারণভূমি সংরক্ষণ (পিজিআর) এ থাকে, তাহলে অবশ্যই উচ্ছেদ করা হবে।

মাওলানা মাহমুদ মাদানীকে কটাক্ষ করে আসামের এই মন্ত্রী বলেন, তারা জানে আমি কী। মাদানী তো একজন মূল্যহীন। 

সূত্র : এনডি টিভি, মুসলিম মিরর, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস